বিনোদন

শ্রীদেবী কন্যার বেলি ডান্সের ভিডিও ভাইরাল

মায়ের মতোই নাচে পারদর্শী হয়ে উঠতে চান মেয়ে জাহ্নবী। সেজন্য প্রতিনিয়ত যোগা সেশন, ডায়েট, জিমের পাশাপাশি নিয়মিত নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জাহ্নবী কাপুর। আপাতত ‘ধড়ক’ অভিনেত্রী মন দিয়েছেন ‘বেলি ডান্স’-এ।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জাহ্নবী। যেখানে নম্রতা পুরোহিতের কাছ থেকে ‘বেলি ডান্স’-এর জন্য তালিম নিতে দেখা যাচ্ছে শ্রীদেবী কন্যাকে। যেখানে ‘লাভরাত্রি’ সিনেমা থেকে ‘আঁখ লড় যাবে’ গানে নাচতে দেখা যাচ্ছে জাহ্নবীকে। ক্যাসুয়াল জিম আউটফিটেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

এর আগেও জাহ্নবীর একটি বেলি ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

প্রসঙ্গত, এই মুহূর্তে জাহ্নবী তার আগামী ছবি রুহি আফজার শুটিংয়ে ব্যস্ত জাহ্নবী কাপুর। যেখানে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

      View this post on Instagram

A post shared by janhvi (@janhvikapoorslays_) on Aug 7, 2019 at 12:08am PDT

জেএইচ/জেআইএম