দেশজুড়ে

মামার বাড়ি যাওয়া হলো না সুমাইয়ার

ঝিনাইদহের কোটচাঁদপুরের নসিমনের চাপায় সুমাইয়া খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় নিহত ছাত্রীর বাবা ও চাচাতো ভাই আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার গুড়পাড় এলাকার আন্দার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার কন্যানগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে এবং স্থানীয় কন্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার কন্যানগর গ্রাম থেকে সুমাইয়া তার বাবা ও চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে কালিনা গ্রামে মামার বাড়িতে যাচ্ছিল। পথে গুড়পাড়া এলাকার আন্দার ব্রিজের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে পড়লে সুমাইয়া ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। একই সময় পেছন থেকে আসা একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় তার বাবা ও চাচাতো ভাইকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/এমএস