বন্ধুর বউকে গোসলের সময় দেখাএকদিন দুপুরে মফিজের বন্ধু মফিজকে বলছে- বন্ধু: দোস্ত আজকে তোর বউকে গোসল করার সময় দেখছি! মফিজ: হারামি, তোকে আমি কাঁচা খেয়ে ফেলব! বন্ধু: ওরে মফিজ, এত রাগস কেন? মফিজ: তাহলে কী করবো? তোকে অ্যাওয়ার্ড দেব?বন্ধু: আরে শোন, আজকে সকালে আমি গোসল করতেছিলাম। তখন তোর বউ রাস্তা দিয়া যাইতেছিল। আমি জানালা দিয়া দেখছি।
****
নিজে না খেয়ে অন্যকে খাওয়ান এক বুড়ি প্রায়ই বাবলুকে বাদাম খাওয়াত। একদিন বাবলু জিজ্ঞেস করল- বাবলু: আপনি প্রায়ই আমাকে এত মজার বাদাম খাওয়ান! আপনি নিজে কেন খান না? বুড়ি: আমার যে বাদাম চাবানোর দাঁত নাই! হাবলু: তাহলে কেনেন কেন? বুড়ি: বাদামগুলা যে চকলেটে থাকে, তা আমি চেটে খেতে অনেক পছন্দ করি!
****
পত্রিকার হকারের কাছে ধরাএক ছেলে পত্রিকার হকার। প্রতিদিন সে খবরের কাগজ বিক্রি করে আর চিৎকার করে বলে, ‘পড়ুন, পড়ুন। ৫০ জন ঠকেছে।’
ছেলেটির কথা শুনে একজন আগ্রহী হয়ে একটি কাগজ কিনল। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তাকে ধরল, ‘কই, ৫০ জন ঠকার কোন কথা তো লেখা নেই।’ ছেলেটি বলল, ‘ভালো করে পড়ুন। ৫১ জন ঠকেছে।’
এসইউ/পিআর