ক্যাম্পাস

‘ছাত্রলীগ সিটমন্ত্রী, হল প্রশাসনের দরকার কী?’

আবাসিক হলের গেস্টরুম ও গণরুমে নির্যাতন রোধ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিট বণ্টন এবং সন্ত্রাস-দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’ ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবৈধভাবে ছাত্রলীগের দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুর্নীতিবাজদের সরে যাওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে র‌্যাগিং, দুর্নীতি ও ছাত্রলীগের আধিপত্যবিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে জাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আসন দেয়ার দায়িত্ব নিয়ে সাধারণ ছাত্রদের ওপর আধিপত্য বিস্তার ও নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ। হলে আসনের মালিক ছাত্রলীগ হলে প্রশাসন কেন আছে তা বোধগম্য নয়। হলে হলে র‌্যাগিং চলছে তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দুর্নীতির রাজত্ব কায়েম করার চেষ্টা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। দুর্নীতির অভিযোগ ওঠার পরও প্রশাসনের দায়িত্বশীলরা ক্ষমতা আঁকড়ে থাকেন। সবার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে অনিয়ম ও দখলদারিত্ব থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে।’

এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। প্রশাসন নির্দিষ্ট কোনো সংগঠনের লেজুড়বৃত্তি করবে না। এসব অপকর্ম রোধে প্রশাসন থেকে দুর্নীতিবাজদের সরিয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

মানববন্ধনে ছাত্রফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফারুক হোসেন/এমবিআর/জেআইএম