লাইফস্টাইল

বারবিকিউ চিকেন উইংস তৈরির রেসিপি

উইংসের বিভিন্ন ধরণের মাঝে বারবিকিউ উইংসই বেশি মুখরোচক। বারবিকিউ সসে মাখা মুচমুচে এই উইংস তৈরি করতে পারেন বাড়িতেই। এতে খুব বেশি সময় লাগবে না। উপকরণও লাগবে কম। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ:

সিকি কাপ বারবিকিউ সস৮ পিস চিকেন উইং১ টেবিল চামচ তেলডিপ ফ্রাই করার জন্য তেললবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়ো স্বাদমতো২ টেবিল চামচ ময়দা১ টেবিল চামচ রসুন কুচিগার্নিশ করার জন্য পিঁয়াজকলি কুচি।

প্রণালি:

প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে দিন। একটি পাত্রে চিকেন উইংগুলো নিন। এতে দিন লবণ, গোলমরিচ গুঁড়ো এবং ময়দা। ভালো করে মিশিয়ে নিন। গরম তেলে ডিপ ফ্রাই করে নিন যাতে সোনালি ও মুচমুচে হয়ে আসে। তেল ঝরিয়ে নিন কাগজে।

১ টেবিল চামচ তেল গরম করে নিন নন স্টিক প্যানে। এতে রসুন দিয়ে আধা মিনিট সাঁতলে নিন। এতে বারবিকিউ সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ভাজা চিকেন উইংগুলোকে দিয়ে দিন। টস করে নিন যাতে বারবিকিউ সস এতে ভালো করে মেখে যায়। এক মিনিট রান্না হতে দিন। এবার নামিয়ে ওপরে পিঁয়াজকলি কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম।

এইচএন/পিআর