বিনোদন

সাইফের ছেলের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত রণবীর

ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। আঘাত পেয়ে ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করলে খেলা বন্ধও হয়ে যায়। পরে সুস্থবোধ করলে আবারও ফুটবল খেলতে মাঠে নামেন এ বলিউড তারকা।

রণবীর কাপুর কতটা ফুটবল প্রেমী তা পুরো বলিউডের জানা। মাঝে মাঝে সিনেমার শুটিং থেকে সুযোগ পেলেই বলিউড অভিনেতাদের নিয়ে টিম তৈরি করে ফুটবল খেলেন। রণবীরের ওই ফুটবল টিমে অভিষেক বচ্চন, ডিনো মরিয়া, কার্তিক আরিয়ানের মতো সেলিব্রিটিরাও খেলেছেন। তবে এবার এই টিমে নতুন আগমন ঘটেছে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম খানের। আর ইব্রাহিমের আগমনে ঘটে গেল বিপত্তি!

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, সম্প্রতি রণবীর মাঠে নেমেছিলেন ফুটবল খেলতে। ভালোই চলছিল তদের খেলা। তবে হঠাৎই অন্য এক খেলোয়াড়ের কনুই গিয়ে লাগে রণবীরের ঠোঁটে। ব্যস, ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। আঘাত পেয়ে মাঠে বসেই পড়েন রণবীর।

তবে একটু সুস্থ হলে রক্তাক্ত ঠোঁট নিয়েই আবারও খেলা শুরু করেন তিনি। এমনকি খেলা শেষে ফ্যানেদের সঙ্গে সেলফিও তুলেছেন রণবীর।

      View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Dec 22, 2019 at 7:17am PST

আরএস/জেআইএম