সাহিত্য

বর্ষার প্রথম দিনে

ভুলে যাওয়াই তো মানুষের কাজ,নিজেকে তাই মানুষ বলেই মনে হয়।

আমিও ভুলে যাই আর সব মানুষের মতো-ভুলে যাই বর্ষার গানকদমের ফুলব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।

ভুলে যাই চিরচেনা নদীবানের জলবিলের শাপলাহাঁস-ডাহুকের লুকোচুরিঅবাধ্য কচুরিপানাদুরন্ত বাতাস।

ভুলে যাই পালতোলা নাওভাটিয়ালি গানসলাজ নায়ওরির মুখকৃষাণের আলস্য সুখ।

ভুলে যেতে পারি বলেই আজওনিজেকে মানুষ ভাবতে পারি,শুধু আষাঢ়ের প্রথম দিন এলেইসব মনে পড়ে জাতিস্মরের মতো...

এসইউ/এমকেএইচ