চিত্রনায়ক নিরবের মা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পরিচালক রফিক সিকদার বলেন, ‘নিরবের মা দীর্ঘদিন ধরে কিডনি ও কার্ডিয়াক জটিলতায় ভুগছিলেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায় নিরবের মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
এমএসএইচ/এমকেএইচ