একুশে বইমেলা

কলকাতা বইমেলায় পলিয়ারের ‘সং অব দ্য সয়েল’

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের কবি পলিয়ার ওয়াহিদের ইংরেজি ভাষান্তরের কবিতার বই ‘সং অব দ্য সয়েল’।

বইটি পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলয়নের ১০৩ নম্বর টেবিল কবিতা ক্যাম্পাসের স্টলে।

বইটি প্রকাশ করেছে ব্ল্যাকহোল পাবলিকেশন। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন প্রত্যূষা সরকার। প্রচ্ছদ করেছেন অর্পন। মূল্য পঞ্চাশ রুপি।

পলিয়ার ওয়াহিদ বলেন, ‘সিদ্ধ ধানের ওম এবং দোআঁশ মাটির কোকিল কাব্যগ্রন্থ থেকে বাছাই করা কিছু কবিতা আছে ইংরেজি অনুবাদ করা বইয়ে। আশা করি, পাঠকরা বইটি কিনলে ঠকবেন না।’

১৬ পৃষ্ঠার বইটিতে ১২টি কবিতা স্থান পেয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, এজরা পাউন্ড ও আল মাহমুদকে।

এসইউ/জিকেএস