সাহিত্য

শরৎ নিয়ে আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

রঙিন শরৎ

নদীর তীরে বিলের পাড়ে কাশফুল হাসেসাদা মেঘের খেয়া চলে শাপলা সদা ভাসে।

রোদ-বৃষ্টির দারুণ খেলাসাদা বকের সারিস্নিগ্ধ কোমল রূপের মেলা প্রজাপতির আড়ি।

ছাতিমতলা রঙিন হাওয়াশিউলি বকুল ঘ্রাণ বেলি কেয়া জুঁই পদ্মরঙিন শরৎ প্রাণ।

কাশবনে মনের সুখে ফড়িং সোনা নাচেআমলকি জগডুমুরতাল পাকে গাছে।

****

শুভ্র হাসি

মাঠে-ঘাটে কাশফুলহাসিমাখা রূপমনজুড়ানো দৃশ্য দেখেপ্রকৃতি যেন চুপ।

নদীর ধারে বিলের পাড়ে শুভ্রমাখা হাসিশরৎ সুরে ভেসে বেড়ায়শুভ্র রাশি রাশি।

মেঘের সাথে পত্রমিতাশরৎ বলে যায়শুভ্রমাখা হাসির ছোঁয়াসবুজ শ্যামল গাঁয়।

এসইউ/এএসএম