জাতীয়

ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত

সব প্রস্তুতি নেয়ার পরও স্থগিত করতে হয়েছে ক্লিন ঢাকা কনসার্ট। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এ কনসার্ট স্থগিতের অনুরোধ করে ঢাকা মহানগর পুলিশ।এরপর কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।তিনি সন্ধ্যায় টেলিফোনে জাগোনিউজকে বলেন, ঢাকা মহানগর পুলিশের অনুরোধে আমরা শুক্রবারের কনসার্টটি স্থগিত করেছি। তবে আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিথিরাও অনেকে চলে এসেছেন।তিনি আরো বলেন, ঢাকা মহানগর পুলিশ আমাদের জানিয়েছে, তারা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। নিরাপত্তার কিছুটা ঝুঁকি রয়েছে।আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থগিত হয়ে যাওয়ার পর কনসার্টের নতুন কোনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন সাঈদ খোকন। ভারতের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুরকে আমন্ত্রণ জানানো হয় ঢাকা ক্লিন কনসার্টের জন্য। প্রথিতযশা অন্তর শোবিজ এর আয়োজক হিসেবে ছিল। ইতোমধ্যে কনসার্টের জন্য বিপুল পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। এদিকে, অনুষ্ঠান স্থগিত হওয়ার কারণে বিকেলে আগ্রহীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। যারা টিকিট কিনেছেন তারা অর্থ ফেরত পাবেন কি না সেটি যেমন ভাবছেন,  অন্যদিকে পরবর্তী তারিখ কবে সেটি জানতেও আগ্রহ প্রকাশ করেছেন তারা।এসএ/এনএফ/এমএস