লাইফস্টাইল

সরিষা ফুলের সুস্বাদু কাবাব তৈরির রেসিপি

সরিষা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সরিষা ক্ষেত দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর বিছিয়ে রেখেছে চারদিকে। সরিষা বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় মসলা হিসেবে।

তবে সরিষার ফুল কিন্তু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি খাওয়াও যায়। সরিষা ফুল দিয়ে তৈরি কাবাব খেতে বেশ মজাদার। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সরিষা ফুলের কাবাব তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. সরিষা ফুল পরিমাণমতো২. পেঁয়াজ মিহি কুচি ২টেবিল চামচ৩. কাঁচা মরিচ মিহি কুচি স্বাদমতো৪. আাদা বাটা ও রসুন বাটা সামান্য৫. হলুদ গুঁড়া সামান্য৬. ধনিয়া গুঁড়া সামান্য৭. জিরার গুঁড়া এক চিমটি৮. লবণ স্বাদমতো৯. চালের গুঁড়া পরিমাণমতো ও১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চালনিতে ফুল ধুয়ে পানি ঝড়িয়ে নিন। তারপর কুচি করে কেটে তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিন।

এরপর প্যানে অল্প তেল গরম করে বড়ার আকারে বানিয়ে শ্যালো ফ্রাই করে নিন। অল্প আঁচে সময় নিয়ে মচমচে করে দুই পিঠ সোনালিরঙা করে ভেজে নিন বড়াগুলো।

তৈরি হয়ে যাবে সুস্বাদু সরিষার কাবাব। একবার খেলেই মন ভরে যাবে এই বড়া। গরম ভাতের সঙ্গে সুস্বাদু এই বড়া খেতে বেশ মজাদার।

রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন

জেএমএস/এএসএম