খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষেই খেলবেন মুস্তাফিজ!

ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লে-অফ ম্যাচের কোনটিতেই খেলার সুযোগ পেলেন না মুস্তাফিজুর রজমান। সর্বশেষ ওমানের বিপক্ষেও খেলা হচ্ছে না তার। বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে শঙ্কিত পুরো বাংলাদেশ। সুপার টেনে উঠলে সামনে বিশ্বসেরা দলগুলো। এমন সময়ে মুস্তাফিজুর রহমানকে না পেলে ঢের বিপদ বাংলাদেশের সামনে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান সুপার টেনের শুরু থেকেই খেলবেন বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। ধর্মশালা থেকে মুঠোফোনে বাংলাদেশের একটি জাতীয় পত্রিকাকে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান বলেন, ‘মুস্তাফিজুরের শারীরিক অবস্থার ভালোই উন্নতি হয়েছে। এমনভাবে চলতে থাকলে আশা করছি তাকে আমরা সুপার টেনের শুরুতেই পাবো।’ধর্মশালা স্টেডিয়ামের বাইরে নেটে হালকা রানআপ এবং আস্তে আস্তে বোলিং শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ না খেললেও দলের সঙ্গে থেকে ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে এই কয়দিন চলেছে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। আরআর/আইএইচএস/পিআর