বিনোদন

‘জওয়ান’ ১ মাসে ১১০০ কোটির ক্লাব পার করেছে

‘জওয়ান’ সিনেমা মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। এবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলিউড বাদশা অভিনীত এ সিনেমা। সেই ধারা অব্যাহত রেখে বিশ্বের বাজারে ১১০০ কোটি রুপির ক্লাব পার করেছে সিনেমাটি। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে চৌদ্দ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’ ভারতে কত আয় করেছে?

সিনেমাটি মুক্তির আগে থেকেই বলিউডপ্রেমীদের মনে ঝড় তুলেছিল। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় শাহরুখ খানের চলতি বছরের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’।

গ্লোবাল বক্স অফিসেও ইতিহাস গড়েছে ‘জওয়ান’। এই প্রথম কোনো ভারতীয় সিনেমা বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি রুপির ঘর অতিক্রম করল। সিনেমাটি ১১০৩.২৭ কোটি রুপির ব্যবসা করেছে।

      View this post on Instagram

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

এছাড়া ভারতের বক্স অফিসে এ সিনেমা ৭৩৩.৩৭ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ বিদেশে ৩৬৯.৯০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি, এক মাসে। আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটি বিশ্বজুড়ে ২৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল যার একটা বড় অংশ এসেছিল চীন থেকে, এখনো তার ব্যবসা শীর্ষে রয়েছে।

দক্ষিণী সিনেমার নির্মাতা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’, গৌরী খান ও গৌরব খান্না প্রযোজিত, ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নিবেদিত সিনেমা। ‘জওয়ান’ সিনেমার এ বিপুল আয়ের কথা ‘রেড চিলিজ’-এর সোশ্যাল মিডিয়ায় থেকে পোস্ট করে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘জওয়ান’ বাংলাদেশ থেকে কত আয় করেছে?

এছাড়া ভারতেও ব্যাপক ব্যবসা করে যাচ্ছে ‘জওয়ান’ । ভারতে সিনেমার হিন্দি সংস্করণই ৫৬০.০৩ কোটি রুপি ব্যবসা করেছে। অর্থাৎ শিগগিরই এ সিনেমা ৬০০ কোটির ঘরে প্রবেশ করবে। অন্যান্য ভাষা থেকে এ সিনেমা ৫৯.৮৯ কোটি রুপি আয় করেছে। বিশ্বজুড়ে এ সিনেমা হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর।

এমএমএফ/এএসএম