জাতীয়

দেশে সাড়ে ৩৪ লাখ শিশু শ্রমিক

সারাদেশে সাড়ে ৩৪ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য মো. শামসুল হক টুকুর এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চাইল্ড লেবার সার্ভে ২০১৩ অনুযায়ী ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জরিপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার জাতীয় শিশু শ্রম নিরসন নীতি-২০১৩ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও অন্যান্য শিশুশ্রম থেকে দেশের শিশুদের রক্ষা এবং তাদের কল্যাণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০০৫ সালের জুন থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্পের মাধ্যমে ৯০ হাজার শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করে কর্মক্ষম করে তোলা হয়েছে। এভাবে তাদের ঝুকিপূর্ণ কাজ হতে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।এছাড়া সরকারি অর্থায়নে ৮৪ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ’  কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরুৎসাহিত করা হচ্ছে।এইচএস/এআরএস/আরআইপি