ক্যাম্পাস

জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা, আহত ৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নারী শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু হল ও বটতলা এলাকার মাঝামাঝি জায়গায় এ হামলার ঘটনা ঘটে।

দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলছিল।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

৪৭ ব্যাচের শিক্ষার্থী মাহফুজ মেঘ বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আমাদের দেখে দেখে মাথায়, চোখে আঘাত করা হয়েছে। ডোবায় চুবিয়ে ধরা হয়েছে যাতে আমরা দম নিতে না পারি। আমাদের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পথ ছেড়ে যাবো না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বলেন, আমরা আসার আগেই হামলা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তবে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেলের বক্তব্য পাওয়া যায়নি।

এসআর/এএসএম