নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে মোখলেছুর রহমান (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই গৃহবধূ। শনিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ওই ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী মল্লিকা (২৫) ও সৈয়দপুর ওয়াপদা মহল্লার আব্দুল মালেকের স্ত্রী মনোয়ারা বেগমকে (৪০) সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জাহেদুল ইসলাম/এসএস/এবিএস