ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে বিজিবির গুলিতে মাজাবুর রহমান পল্টু (১৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ বিজিবির গুলিতে তার মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে ৩টায় পাড়িয়া ইউনিয়নের মাচকুড়িয়া দাখিল মাদরাসায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাড়িয়া ইউনিয়নের মাচকুড়িয়া দাখিল মাদরাসায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ ও বিজিবি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে বিজিবির গুলিতে মাজাবুর রহমান পল্টু (১৭) ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরো দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের স্বজনদের অভিযোগ, মাহাবুর রহমান পল্টু বিজিবির গুলিতে নিহত হয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিয়া জানান, তাৎক্ষণিকভাবে ওই ভোটকেন্দ্রের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এড়াতে গিয়ে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তাপস চন্দ্র দাস (৩৮) নামে এক যুবক নিহত হন। এআরএ/এবিএস