কেমন আছেন বৃষ্টিবিলাসী
এ শহরে বৃষ্টি ভীষণ, দেখতে যদি আসেনআপনিও কি আমার মতো বৃষ্টি ভালোবাসেনকেমন আছেন বৃষ্টিবিলাসী?আপনার জন্য এমন বৃষ্টি থাকুক বারোমাসই!
এ শহরে মেঘের দিনে, কেউ করেনি বারণআপনার-আমার বৃষ্টিভেজার একই ছিল কারণ কেমন আছেন বৃষ্টিবিলাসী?চলুন না হয় দুচোখ ভরে বৃষ্টি দেখে আসি!
এ শহরে বর্ষা এলে মনের দুয়ার খুলেআপনারও কি ইচ্ছে করে দুঃখ যেতে ভুলেকেমন আছেন বৃষ্টিবিলাসী?জানেন নাকি আমিও খুব বৃষ্টি ভালোবাসি!
এ শহরে শীতলতা, পাঁজর ভরা ব্যথা আপনি বুঝি আগলে রাখেন মন গহীনে কথাকেমন আছেন বৃষ্টিবিলাসী?নীরব মনে বৃষ্টিকথা দুজন ঠিকই পুষি!
****
ধার করবো সুখ
তোমার হাসি বুকে বিঁধে বিঁধুকনা হয় বাড়ুক আরও কিছু দুঃখদেখো আমি ঠিক, ধার করবো সুখ!
তোমার জন্য ভালোবাসা থাকুকনা হয় বাড়ুক একটু দেখার অসুখদেখো আমি ঠিক, চাইবো এতটুক!
তুমি সেদিন বৃষ্টিবিলাস হবেকাঠগোলাপের মায়ায় মিশে রবেসন্ধ্যা নামার আগে, যেদিন দেখা হবে!
আমি সেদিন জল জোছনার মতোতোমার বুকে আছড়ে হবো নতজানতে তোমার গভীরতা কত?
এসইউ/এমএস