দেশজুড়ে

নওগাঁয় পুলিশের হয়ে চাঁদা তুলতে গিয়ে সহযোগী নিহত

নওগাঁ শহরের বাইপাস সড়কে চাঁদা তুলতে গিয়ে ট্রাফিক পুলিশের সহযোগী শাহজাহান আলী (৪২) ট্রাকের চাপায় নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের বোয়ালিয়া বটতলীর পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাজান আলী উপজেলার পর-নওগাঁর ভরিয়া পাড়ার মৃত ওমর আলীর ছেলে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় লোক জানান, শাহজাহান আলী ১২/১৫ বছর থেকে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে চাঁদা আদায়ের কাজ করতেন। বাইপাস সড়কে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে ট্রাক থামিয়ে ট্রাফিক পুলিশের উপস্থিতে চাঁদা আদায় করা হতো। আদায়কৃত চাঁদা থেকে ট্রাফিক পুলিশ খুশি হয়ে যা দিতেন তা দিয়েই শাহজাহানের সংসারের খরচ চলতো। সোমবার বেলা ১২টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক বাইপাস সড়কে থামাতে গিয়ে চাকায় পিষ্ট হন শাহজাহান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাহিদ পারভেজ চৌধুরী জানান, শাজাহান আলী দীর্ঘদিন থেকে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। তবে ঘটনার সময় কীভাবে তিনি মারা গেছেন তা জানা নেই। ওই সময় কোন পুলিশ সার্জন দায়িত্বে ছিলেন এমন প্রশ্নে নাহিদ কোনো উত্তর দেননি।নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে শাহজাহান আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।আব্বাস আলী/এফএ/পিআর