ভ্রমণ

শীতে ভ্রমণকালে সঙ্গে কী নেবেন?

শীতে ভ্রমণের আনন্দই ভিন্ন। তবে এ মৌসুমে ঘুরতে গেলে আগে ব্যাগটি ভালোভাবে গুছিয়ে নেওয়া জরুরি। কারণ একে তো শীত, তারপর দেশ-বিদেশে ভ্রমণের জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নেওয়া উচিত।

বিশেষ করে পোশাক, ওষুধ, জরুরি কিছু জিনিস শীতকালে ভ্রমণের সময় না নিলেই নয়। যেহেতু জীবনকে আনন্দময় করে তোলে, সেহেতু কোন কোন জিনিস সঙ্গে নেবেন তার দিকে নজর দিতে হবে। ভ্রমণের সময় কী কী নিতে ভুলবেন না, জেনে নিন-

>> ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম, লোশন, লিপজেল ইত্যাদি একটি আলাদা ছোট ব্যাগে নিয়ে নিন।

>> যারা নিয়মিত সেভ করেন, তারা রেজর নিতে ভুলবেন না।

>> নারীরা মেকআপ কিট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস একটি ছোট ব্যাগে নিতে পারেন।

>> রাতে ঘুমানোর পোশাক, মোজা, অন্তর্বাস ইত্যাদি লাগেজের একপাশে রাখবেন।

>> যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া অনুযায়ী পোশাক নিলে ভালো হবে।

>> ছবি তোলার জন্য ক্যামেরা, অতিরিক্ত ব্যাটারি, মেমোরি কার্ড, চার্জার নিন।

>> ল্যাপটপ নিলে অবশ্যই তার চার্জারটি ব্যাগে রাখতে ভুল করবেন না।

>> মোবাইলের চার্জার নিতে হবে। অতিরিক্ত চার্জারও নিতে পারেন। এসব জিনিস একটি ব্যাগে রাখবেন।

>> প্রয়োজনে একটি ছোট মাল্টিপ্লাগ, সাথে থ্রি-পিন থেকে টু-পিন কনভার্টার রাখা ভালো।

আরও পড়ুন

মিরসরাই-সীতাকুণ্ডে পাহাড় ঝরনা সমুদ্র সৈকতের অপূর্ব মেলবন্ধনইতিহাস-ঐতিহ্য আর দর্শনীয় স্থানে ঠাসা ময়মনসিংহ

>> আপনার স্যান্ডেল-জুতা পলিথিন বা কাগজে মুড়িয়ে লাগেজের একপাশে রাখতে পারেন।

>> স্থান অনুযায়ী টাকা নেবেন। যেখানে যাবেন সে অনুযায়ী ভাঙতি অবশ্যই সঙ্গে রাখবেন।

>> সঙ্গে ডলার রাখলে কেনার রশিদও নিয়ে যাবেন। অফিসের এনওসিটা সঙ্গে রাখতে পারেন।

>> সঙ্গে দু-একটা বই নিন। তবে হালকা ম্যাগাজিন বা বই হলে ভালো হয়।

>> খাতা-কলমও নিতে পারেন। যদি কোনো জরুরি তথ্য নোট করতে হয়।

>> ভ্রমণের সময় হেডফোন নিতে পারেন। অবশ্যই পছন্দসই গানও নিয়ে নেবেন।

>> যাওয়ার আগে অব্যশই ফোনের জায়গা খালি করে নেবেন। না হলে বেশি ছবি তুলতে পারবেন না।

>> ক্যাপ, হ্যাট বা ছোট ছাতা, রুমাল, ওয়েট টিস্যু খুবই কাজে লাগে, তাই সঙ্গে রাখুন।

>> হালকা শুকনো খাবার, নিরাপদ পানি ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা খুব জরুরি।

>> আপনার ঠিকানা, ভ্রমণস্পটের ঠিকানা, কোনো বন্ধু বা আত্মীয়ের নম্বর পকেট বা মানিব্যাগে রাখবেন।

জেএমএস/জেআইএম