মেহেরপুরে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে। সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলার সঙ্গে মেহেরপুর জেলায় আন্তঃজেলা ও দূরপাল্লার সকল প্রকার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। মেহেরপুর মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানিয়েছেন, তাদের দাবিগুলো যৌক্তিক। দাবি না মানা পর্যন্ত ৪৮ ঘণ্টার ধর্মঘট চলবে। এর মধ্যে দাবি মানা না হলে আগামীতে সারা দেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। এদিকে, মেহেরপুর জেলা শহর থেকে প্রতিদিনই রাজধানী ঢাকাসহ চট্রগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। কিন্তু গতকাল ভোর থেকে জেলার সড়ক দিয়ে কোনো বাস-ট্রাক চলাচল করেনি। এতে চরম বিপাকে পড়েছেন দূরের যাত্রীরা। ৩ দফা দাবির মধ্যে রয়েছে, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা, নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করা এবং গ্রিনলাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করা। মামলাগুলো বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।আতিকুর রহমান টিটু/এফএ/এমএস