ক্যাম্পাস

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় চার প্রশ্ন দুইবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন দুইবার করে আসার অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, অ্যাকাউন্টিং অংশের ২৮ নম্বর প্রশ্নে ‘রুপান্তর খরচের সমষ্টি’ বিষয়ে, ২৯ নম্বর প্রশ্নে একটি গণিত, ৩০ নম্বর প্রশ্নে ‘নিট মুনাফা’ বিষয়ক এবং ৩১ নম্বর প্রশ্নে ‘সমাপনী জাবেদা’র বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে। আবার একই প্রশ্ন ক্রমান্বয়ে ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বরে করা হয়েছে।

আরও পড়ুন:

Advertisement

৮ বিভাগে হচ্ছে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে। এ ধরনের ভুল কাম্য নয় এবং অমার্জনীয় বলেও মন্তব্য করছেন কেউ কেউ।

ভুল কীভাবে হলো বা এতে কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থীর সমস্যা হবে কি না জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, আমাদের অল্প কয়েকটি জায়গা থেকে এমন বিষয়টি জানতে পেরেছি। আমরা সেগুলো নোট করেছি। এখনো ঢাকার বাইরের সাতটি বিভাগ থেকে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। এটা বড় কোনো সমস্যা নয়। এর কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না।

এমএইচএ/এসএনআর/এমএস

Advertisement