অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি ও ঔপন্যাসিক ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন।
এটি লেখকের সপ্তম উপন্যাস। ৯৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা। বইমেলায় অন্বেষা প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। বইমেলা ছাড়াও বইফেরী ও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন রাসেল মাহমুদের ‘এই পাওয়া না পাওয়ার শহরে’ এশরার লতিফের রহস্য উপন্যাস ‘মধ্যরাতের পরে’ইসমত আরা প্রিয়ার প্রথম উপন্যাস ‘কান্নাগুলোর প্রার্থনা’ ২০১৯ সালে প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। ২০২০ সালে দ্বিতীয় উপন্যাস ‘আওয়াজ’ প্রকাশ করে বিদ্যানন্দ প্রকাশনী। এ ছাড়া কবিতার বই ‘নীলপদ্ম’ প্রকাশিত হয় পুস্তক প্রকাশন থেকে।
২০২১ সালে তৃতীয় উপন্যাস ‘যাবজ্জীবন’, ২০২২ সালে চতুর্থ উপন্যাস ‘শঙ্খচিল’ এবং ২০২৩ সালে পঞ্চম উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’ প্রকাশ করে অন্যধারা। ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস ‘আমার শুধু মানুষ হারায়’ প্রকাশ করে অন্বেষা প্রকাশন।
এসইউ/জিকেএস