রাজনীতি

বিএনপির এক নেতা বহিষ্কার, দুইজনের পদ স্থগিত

সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানান ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকায় রাজধানীর শ্যামপুরে ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ সিকদারকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত এবং গোলাম সারোয়ারের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা এলাকার ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ সিকদারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানান ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকার প্রমাণ মিলেছে। ফলে গঠনতন্ত্রের বিধানমতে শুভ সিকদারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনসরকার তাদের অবস্থান দীর্ঘায়িত করলে যৌক্তিক হবে না: মঈন খান শৃঙ্খলা ফেরাতে ‘ডেভিল’ নিধন অপরিহার্য ছিল: ইসলামী আন্দোলন 

এছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডা. এম এ মুহিত দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে দলের প্রাথমিক সদস্যসহ তার সব পর্যায়ের পদ স্থগিত করা হলো।

একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ারের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।

কেএইচ/কেএসআর