ঝিনাইদহের হরিণাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মোশারফ হোসেন (৪২) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
Advertisement
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের খবির মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে নাসির উদ্দিন ও কাওছার আলী নামের দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দবির মণ্ডল ও সাইদ মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই জেরে মঙ্গলবার সকালে দবির মণ্ডলের ছেলে মোশারফ হোসেন বাগানে কলা কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে গুরুতর আহত হন মোশারফ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
এ বিষয়ে হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এমএস