ময়মনসিংহের ত্রিশাল পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল হাসান ওরফে রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগপত্রে রকিবুল হাসান উল্লেখ করেন, আমি একান্ত ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এর পরবর্তীতে আমি সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে জড়াব না। অতএব, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য জেলা ছাত্রলীগের প্রতি আবেদন করছি।
পদত্যাগপত্রটির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রকিবুল হাসান। তিনি বলেন, আর রাজনীতি করি এটি পরিবার চাচ্ছে না। বাবা শুধু কান্নাকাটি করছে। উদ্ভূত পরিস্থিতিতে পারিবারিক সমস্যায় পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে।
ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন রকিবুল। এ কারণে পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়া পরিবারও তাকে পদত্যাগ করতে চাপ দিয়েছে বলে জানতে পেরেছি। এখন শুনি, পদত্যাগ করেছে।
গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নিজ এলাকা দরিরামপুর থেকে গ্রেফতার হন রকিবুল। বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ১২ দিন কারাভোগের পর জামিনে বের হন তিনি।
কামরুজ্জামান মিন্টু/বিএ