দেশজুড়ে

আমরা বিদেশিদের প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই: আলাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা বিদেশিদের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথা প্রমাণ করার জন্যই তিস্তা পাড়ে আজকের সমাবেশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর পাড়ে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা বন্যা ও ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে-ভবিষ্যতেও থাকবে। তার নজীর আজকের এই বিশাল গণজমায়েত।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্ধুদের আমরা বলবো, নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিস্তার ভয়াল থাবা থেকে মুক্তি দিন।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেডএইচ/এএসএম