দেশজুড়ে

আলীকদমে নসিমন চাপায় ব্যবসায়ী নিহত

বান্দরবানের আলীকদমে নসিমন চাপায় মো. নুরুল হক (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় মুরগির ব্যবসা করতেন। রোববার সকালে আলীকদম বাজারের উপজেলা কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্যবসায়ী নুরুল হক নসিমনে চড়ে বাজারে যাচ্ছিলেন। পধিমধ্যে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চাপায় তার মৃত্যু হয়।আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল রাজু নাহা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।সৈকত দাশ/এআরএ/পিআর