পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত ১৯ মে’র এক জনস্বার্থ আদেশে ওই পত্র জারি করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে বলে লেখা রয়েছে।জারিকৃত পত্রে বলা হয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে নাজিরপুর থানায় দায়েরকৃত মামলা নং ২৭/১০/২০১৩, জিআর ১০৯/২০১৩ অভিযোগ পত্র আদালত কর্তৃক গৃহিত হয়েছে। সে মোতাবেক, তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩খ (১) ধারা অনুসারে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হলো, মর্মে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান রোববার মন্ত্রণালয়ের ওই আদেশ কপি তিনি হাতে পেয়েছেন। নজরুল ইসলাম পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। হাসান মামুন/ এমএএস/পিআর