জাতীয়

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে ড. সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, এ ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টা তার ব্যাখ্যা দিয়েছেন। এর বাইরে তার কিছু বলার নেই বলে অভিমত ব্যক্ত করেন প্রেস সচিব।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সফিকুল আলম এসব কথা বলেন।

আরও পড়ুন

পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক চার শর্তে শিল্পকলায় ফিরবেন সৈয়দ জামিল

প্রেস সচিব বলেন, উনি আমাদের সঙ্গে ছয় মাস ছিলেন, এটা আমাদের জন্য সম্মানের বিষয়। উনি নামকরা নাট্যকার, নাট্যাঙ্গনে উনি একজন সেলিব্রিটি। উনি নাটকে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন এটাই আমাদের আশা।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের কথা জানান ড. সৈয়দ জামিল আহমেদ।

এমইউ/ইএ/এমএস