দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা লরিতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন (৩২) নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার স্যানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিনের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আখবাহী লরির পেছনের দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী একজন নিহত হন। তিনি পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন। মোটরসাইকেলে থাকা আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এমএন/জিকেএস