বিনোদন

নতুন ছবিতে ধরা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া

বলিউডের আদর্শ দম্পতি বলে খ্যাত অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তাদের নিয়ে বিগত দুবছর ধরে তুমুল বিতর্ক হয়েছে। কেউ বলেছেন ননদের কারণে শ্বশুরবাড়ি ছেড়েছেন অভিষেক পত্নী। কেউ আবার বলেছেন স্বামী-স্ত্রীয়ের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে।

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে চারিদিকে আলোচনার শেষ নেই। শোনা গিয়েছিল সম্পত্তির কারণেই বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ঐশ্বরিয়ার। যদিও এ সব এখন অতীত।

বছর শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী অভিষেক এবং শ্বশুর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর তারা সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন। আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ঐশ্বরিয়া এবং অভিষেক। দুজনের পরনে একই রঙের পোশাক। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি তারকা দম্পতি। সেই ছবি পোস্ট করা হয়েছে হরিনাম দাসের ইনস্টাগ্রামে।

      View this post on Instagram

A post shared by Harinam das (Iskcon) (@harinamdas.official)

ঐশ্বরিয়া এবং অভিষেকের এমন হাসিখুশি ছবি দেখে খুশি তাদের ভক্তরাও। নেটিজেনদের একাংশের মতে তাদের বিচ্ছেদের আলোচনা সত্যি জল্পনা-কল্পনা।

আরও পড়ুন:

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ ৫১ বছরেও যেভাবে সৌন্দর্য ধরে রেখেছেন ঐশ্বরিয়া

কিন্তু চার দেওয়ালের মধ্যে তাদের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নিয়েছে তা বলা আসলে কেউ বলতে পারছে না। বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও এদিন পেয়েছেন তারা। তারকা দম্পতির সঙ্গে দেখা করে ইস্কনের মহারাজও যে বেশ খুশি হয়েছেন তা নিজের পোস্টে লিখেছেন তিনি। বর্তমানে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।

এমএমএফ/এমএস