টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম। অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামের ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয়। পরে স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কমমূল্যে ক্রয় করে জবাই করে ৬০০ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে ২৫ টাকা জরিমানা করা হয় ওই কসাইকে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ভেটেরিনারি সার্জন ডা. মো.তারেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ/জেআইএম