আন্তর্জাতিক

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক সদস্যকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে মুশতাক আহমেদ নামে ওই গ্রুপ অ্যাডমিনকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন>>

ট্রেনের ধাক্কা লেগেও বেঁচে গেলেন রেললাইনে ঘুমিয়ে থাকা মদ্যপ ব্যক্তি অবশেষে নিজের পছন্দে চুল কাটার স্বাধীনতা পেলো শিক্ষার্থীরা স্বামীর টাকায় সরকারি চাকরি, টিকে যেতেই ঘর ছাড়লেন স্ত্রী

পুলিশের নথি অনুযায়ী, হত্যার ঘটনায় আশফাক নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আশফাক এ হামলা চালায়।

মুশতাকের ভাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তর্কাতর্কির পর মুশতাক আশফাককে বের করে দেন। পরে দু’জনের মধ্যে সমঝোতার জন্য দেখা করার পরিকল্পনা হয়। কিন্তু আশফাক সেখানে অস্ত্রসহ উপস্থিত হয়ে মুশতাককে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, আশফাক তার স্বীকারোক্তিতে বলেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় তিনি এই হামলা চালান।

ঘটনাটি পেশোয়ারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ এর তদন্ত চালিয়ে যাচ্ছে।

কেএএ/