ঈদুল ফিতর সামনে রেখে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন ঈদযাত্রীরা। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।
রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবেবিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১৪ মার্চ টিকিট কিনবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চে ভ্রমণের জন্য ২০ মার্চ টিকিট কেনা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে৷ ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে।
আরও পড়ুন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যে সড়ক সংস্কার শেষ হবেএনএস/এমকেআর/জেআইএম