প্রবাস

মালয়েশিয়ায় সম্প্রীতির বন্ধনে এমবিএফএর ইফতার মাহফিল

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির উন্নয়ন-কল্যাণে পেশাগত দায়িত্ব অব্যাহত রাখার সংকল্পে শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সানওয়ে স্টারকাবাব রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এমবিএফএর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। ড. জাহাঙ্গীর আলম, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতির জন্য ফোরামের সকল সদস্য, পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনহাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে চট্টগ্রাম সমিতি ইউকের সাক্ষাৎবাংলাদেশি শিক্ষকের উদ্যোগে চীনে স্বেচ্ছাসেবী সংগঠন চালু

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সংযুক্ত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

যা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ ছাড়াও প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রেও কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন।

এমআরএম/জেআইএম