বিনোদন

নাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক

আবারও শুটিং করতে গিয়ে আহত হয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’ সিনেমার শুটিং করছিলেন। তার সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর। জানা গেছে, ‘ওয়ার ২’ সিনেমার একটি গানের শুটিং করতে গিয়ে হৃতিকের পায়ে আঘাত পেয়েছেন হৃদিক। এ ঘটনার পর পরই স্থগিত করা হয়েছে সিনেমার শুটিং।

‘ওয়ার ২’ সিনেমার চমক হিসেবে থাকছেন দুই সুপার স্টার। তারা হলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন নির্ভর এ সিনেমায় নাচ গানও থাকছে। শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিংয়ের ফাঁকে একটি গানের জন্য নাচের অনুশীলন করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। এ সময় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেটে চিকিৎসকদের ডেকে পাঠানো হয়।

চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের আঘাত তেমন গুরুতর নয়। এখন মোটামোটি ভালো আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ, কোনোরকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়।

আরও পড়ুন: যে কারণে ক্রাচ ব্যবহার করছেন হৃতিক ২৫ বছর পর মুক্তি পাচ্ছে হৃতিকের প্রথম সিনেমা

চিকিৎসকেরা আরও জানিয়েছেন, অভিনেতাকে চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এর ফলে বন্ধ থাকবে ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্য ধারণের কাজ।

দুই তারকাকে এ ছবিতে গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে। এটিই অনুরাগীদের কাছে যথেষ্ট উত্তেজনার খবর।

এমএমএফ/এএসএম