আইন-আদালত

প্রশ্নফাঁসের হোতা মুন্নুর ৬ তলা বাড়িসহ জমি জব্দ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মূলহোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ দশমিক ৬০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এসব জমি মানিকগঞ্জের সিংগাইর থানাধীন এলাকায় রয়েছে। যার দলিলমূল্য ধরা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা।

রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান এসব সম্পদ জব্দের আবেদন করেন।

আরও পড়ুন মুন্নুর স্ত্রী জেসমিনের জমি জব্দ ও হিসাব অবরুদ্ধ

আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর বিরুদ্ধে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১ হাজার ৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি বা হস্তান্তরের অপচেষ্টা চালাচ্ছেন। যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য আসামিদের স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

এমআইএন/এমকেআর/জিকেএস