দেশজুড়ে

কুষ্টিয়ায় ২০ চেয়ারম্যানের শপথ গ্রহণ

কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।এসময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সরকারের সর্ব নিম্নস্তর ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখবেন জনগণের ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন। তাই জনগণের উন্নয়নের জন্য নাগরিক সেবা দিতে আপনাদেরকেই এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রবর্তন, জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্তকরণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহে নতুন সচিব নিয়োগ ও গ্রাম আদালতের কার্যক্রমকে অধিকতর বেগবানকরণসহ ইউনিয়ন পরিষদের বাজেট ও ট্যাক্স সংক্রান্ত বিষয় তুলে ধরেন।এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো. মুস্তাফা কামাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম, নাশিদ কায়সার রিয়াদ, মোছা. রোখসানা বেগমসহ  ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।শপথবাক্য পাঠ শেষে দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আগত উদ্যোক্তাগণের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং কুষ্টিয়া জেলায় ইউডিসিসমূহ থেকে মাসিক ও বাৎসরিক আয়, সেবাগ্রহীতা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মুজিব-উল-ফেরদৌস।পরে নবনির্বাচিত চেয়ারম্যানগণের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।দৌলতপুরের ১৪ জন চেয়ারম্যান হলেন, প্রাগপুর ইউনিয়নের আশরাফুজ্জামান মুকুল, মথুরাপুর ইউনিয়নেন সর্দার হাশিম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউনিয়নের এ কে এম ফজলুল হক, মরিচা ইউনিয়নে শাহ আলমগীর, রামকৃঞ্চপুর ইউনিয়নের মো. সিরাজ মন্ডল, চিলমারী ইউনিয়নের সৈয়দ আহমদ, হোগলবাড়িয়া ইউনিয়নের সেলিম চৌধুরী ও পিয়ারপুর ইউনিয়নের আবু ইউসুফ লালু।এছাড়া রিফাইতপুর ইউনিয়নের জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর ইউনিয়নের মহিউল ইসলাম মহি, আদাবাড়িয়া ইউনিয়নে মো. মকবুল হোসেন, বোয়ালিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস, খলিশাকুন্ডি ইউনিয়নে সিরাজুল বিশ্বাস ও আড়িয়া ইউনিয়নের সাইদ আনছারী। এদিকে ভেড়ামারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিকী, চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম লালু ও জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত।আল-মামুন সাগর/এফএ/পিআর