খাগড়াছড়িতে ডাল বোঝাই ট্রাক উল্টে মো. আজাদ আলী (৩৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার সকালের দিকে আলুটিলা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাকের চালক মো. হাসমত আলী (৩০) ও ট্রাকে থাকা মো. ইউসুফ (৪০)। নিহতের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় বলে জানা গেছে।হাসপাতালে আনার আগেই ট্রাকের হেলপার মারা গেছেন নিশ্চিত করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানে হয়েছে।খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুউদ্দিন ভূইয়া বলেন, ট্রাকটি চট্টগ্রাম থেকে ডাল নিয়ে পাশের জেলা রাঙামাটির লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিল। পরে ট্রাকটি আলুটিলা পর্যটন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস