রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামার মারধরে সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
রাজধানীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩নিহতের ভাই আলমগীর বলেন, আমার ভাই কাঁচামাল ব্যবসায়ী। সকালে মামা মোস্তফার পরিবারসহ পাঁচজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের বাড়ি বরিশালের মুলাদী থানায়। মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকি আমরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এমএস