রাজধানীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ পোস্তা জমিদার গলির একটি বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবু মুসা (৪০) ও শাহনাজ আক্তার (৩৫)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বোন শাহিদা বলেন, সকাল ৬টার দিকে ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাসায় অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে আমার ভাই এবং ভাবিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভাই ও ভাবিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। বর্তমানে ইসলামবাগ পোস্তা জমিদার গলি এলাকার জামাল মিয়ার বাড়িতে ভাই-ভাবি ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামবাগ পোস্ত এলাকা থেকে স্বামী-স্ত্রী ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন। মুসার পেটের ডান পাশে এবং শাহানাজের বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, চকবাজার এলাকায় ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আবু মুসা ও শাহনাজ আক্তার দম্পতি। সকালে ঘরের দরজা ফাঁকা পেয়ে সোহাগ ওই যুবক রুমে ঢোকে। পরে আবু মুসার স্ত্রী শাহনাজ আক্তার দেখে ফেললে চিৎকার করে। এ সময় সোহাগ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পরে তার স্বামী ওয়াশরুম থেকে আসলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে।

তিনি জানান, ওই সময় আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় জনতা সোহাগ নামে ওই যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। মূলত সোহাগ চুরি করার উদ্দেশ্যে ওই বাসায় ঢুকেছিল এবং চিৎকার করলে স্বামী-স্ত্রী দুজনকে ছুরিকাঘাত করে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।