২৮ মে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১শটি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ ও ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার হোগলা ইউনিয়নের পাট্রা দামপাড়া উচ্চ বিদ্যালয়, পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভিকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চলিত ডহর মাদ্রাসা, ঘাগড়া ইউনিয়নের শানকিডুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারিয়া ইউনিয়নের নাটেরকোনা জামে মসজিদ মাদরাসা, নাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এদিকে ধলামূলগাঁও ইউনিয়নের সালথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউয়ারী এবতেদায়ী মাদরাসা, পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয়, খারচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগিয়া ইউনিয়নের আগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলা যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবারুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এছাড়াও নারান্দিয়া ইউনিয়নের গণকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বৈরাটী ইউনিয়নের আলমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, তেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমা দাখিল মাদ্রাসা ও বাইনজা উচ্চ বিদ্যালয় কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূর্বধলায় নির্বাচনের দিন প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ১শ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৫৮ জন, পোলিং কর্মকর্তা ১১১৬ জন এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৫ জন। ১০০টি কেন্দ্রের ৫৫৮টি স্থায়ী ও ৮টি অস্থায়ী বুথের মাধ্যমে উপজেলার ২ লক্ষ ১৪ হাজার ৮ শত ৭৪ জন ভোটারের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৩ শত ১৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৫ হাজার ৫ শত ৫৫ জন।এছাড়াও নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০৫ জন বিজিবি, ২৮ জন র্যাব, প্রত্যেক কেন্দ্রে ৫ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্যসহ অতিরিক্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা রয়েছে।কামাল হোসাইন/এফএ/এমএস