বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, নীতিগতভাবে আমরা মনে করি প্রযুক্তিগত উন্নয়নের জন্য মিলিটারিতে কিছু ট্রান্সপ্ল্যান্ট করা দরকার।
তিনি বলেন, আমাদের কিছু অর্ডন্যান্স ফ্যাক্টরি আছে, তাদের কিছু দক্ষতা ও জ্ঞান রয়েছে, সেটার ওপর ভর করে আমরা মনে করি যে ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য (আরএমজি, লেদার) বলছি সেটা মিলিটারির জন্য বলা যায়।
তিনি আরও বলেন, আমাদের ট্যাংক বানাতে হবে না, স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই। আমরা সীমিত ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাংকের এক্সেল, স্মল বুলেট ও স্মল আর্মস ইত্যাদি। এগুলোরও কিন্তু অনেক ডিমান্ড।
আশিক চৌধুরী বলেন, এ মুহূর্তে আমরা সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছি, বাইরে থেকে এমন বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে।
বিডার চেয়ারম্যান বলেন, ওনারা বাংলাদেশে আসবেন সেম মডেলে আমরা উনাদের কাছ থেকে কেনার কমিটমেন্ট করবো, পাশাপাশি তাদের আমরা আঞ্চলিকভাবে রপ্তানির সুযোগ দেবো। এজন্য আমরা ইকোনমিক জনের মতো মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো অফার করার চেষ্টা করবো।
এমইউ/বিএ/জেআইএম