রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৮তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি কমিশন গঠন করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনকে। নির্বাচন কমিশনাররা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক নিজাম উদ্দীন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।
রাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস