দেশজুড়ে

ঈশ্বরদীর ৭টি ইউপির ফলাফল

পঞ্চম ধাপে পাবনার ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন : ইউনিয়ন: পাকশী বিজয়ী: এনামুল হক বিশ্বাস এনাম (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী: তপন সরদার (বিএনপি)ইউনিয়ন: সাহাপুরবিজয়ী: মতলেবুর রহমান মিনহাজ (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী: নেফাউর রহমান রাজু (বিএনপি)ইউনিয়ন: দাশুড়িয়াবিজয়ী: বকুল সরদার (আ.লীগ) নিকটতম প্রতিদ্বন্দ্বী: ইসলাম কেনেডি (বিএনপি)ইউনিয়ন: দাশুড়িয়াবিজয়ী: সেলিম মালিথা (আ.লীগ)  নিকটতম প্রতিদ্বন্দ্বী: আব্দুর রহমান (বিদ্রোহী) ইউনিয়ন: ছলিমপুরবিজয়ী: বাবলু মালিথা (আ.লীগ), নিকটতম প্রতিদ্বন্দ্বী: বিএনপির আতিয়ার রহমানইউনিয়ন: সাঁড়াবিজয়ী: রানা সরদার (আ.লীগ), নিকটতম প্রতিদ্বন্দ্বী: আক্কাছ আলী (বিএনপি)ইউনিয়ন: লক্ষ্মীকুন্ডা  বিজয়ী: আনিসুর রহমান শরিফ (আ.লীগ), নিকটতম প্রতিদ্বন্দ্বী: নুরুন্নবী বিশ্বাস (বিএনপি)আলাউদ্দিন আহমেদ/এআরএ/এমএস