ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জনাব আলী নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার রাত ৮টার দিকে উপজেলার শেরখালী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।কোটচাঁদপুর থানা পুলিশের ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, জনাব আলী রাতে শেরখালী গ্রামের বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ২টি মোটরসাইকেলে ৪-৫ জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে হত্যা করে। বাজারের লোকজন তাদের ধাওয়া করলে ১টি মোটরসাইকেল রেখে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিহত জনাব আলী স্থানীয় বহরামপুর সরকারি প্রাথামক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বেশকিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেন।