দেশজুড়ে

জিয়ানগরে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানের নোটিশ

পিরোজপুরের জিয়ানগরে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপির জেলা ইউপি নির্বাচন পর্যবেক্ষণ ও পরিচালনা কমিটি।পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে জিয়ানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার পত্তাশী ও পাড়েরহাট ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া এবং তার পদের দায়িত্ব স্থগিত করা হয়। এ বিষয় জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল সাংবাদিকদের জানান, দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় অভিযোগ উঠলে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে। এর আগে একই অভিযোগে পত্তাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু ও পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। হাসান মামুন/ এমএএস/পিআর