দেশজুড়ে

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। পরে যশোর জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইঞা বলেন, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন সদস্যদের বৈঠক উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে, খোঁজ নিতে বললেন আইন উপদেষ্টা 

গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। যেখানে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলার রাজপথে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। মিলন রহমান/কেএসআর